বাবা কেন চলে গেলে এত আগে?
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ১১:৫১ পিএম | আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ১১:৫১ পিএম

বাংলাদেশের সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ এবং কৃষি মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ছোট কন্যা ডাক্তার জুবাইদা রহমান তাঁর নিজের জন্মদিনে বাবার উদ্দেশ্যে লেখা কবিতা-
বাবা কেন চলে গেলে এত আগে?
- জুবাইদা রহমান
আজ জন্মদিনে বাবা তোমাকে স্মরণ করি,
মনে হয় চোখের সামনে দাঁড়িয়ে আছো তুমি,
বৃষ্টির দিনে জন্মেছি আমি,
তাই হয়তো অশ্রুসিক্ত হয়ে এত আগে হারিয়েছি বাবাকে।
দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ,
ভেবেছিলাম সবই বলবো তোমাকে,
কিন্তু তুমি চলে গেলে এত আগে,
কিছুই বলতে পারলাম না তোমাকে।
কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা আমাদের,
সবই থাকতো তোমাকে কেন্দ্র করে,
স্বপ্নগুলি ডানা মেলার এত আগে,
চলে গেলে তুমি আমাদের সকলকে রেখে।
মা শোনায় তোমার শ্রেষ্ঠত্বের গল্প,
স্বল্পভাষী ছিলে তুমি মনে পড়ে আমার,
কাজই ছিল তোমার পরিচয়, তোমার জীবন,
অসমাপ্ত কাজ রেখে এত আগে কেন চলে গেলে তুমি?
তবুও যেটুকু সময় তুমি কাছে ছিলে বাবা,
দিয়েছো জ্ঞান, ভালোবাসা, সুন্দর জীবনের শিক্ষা,
সেই কথাগুলি বলতে চেষ্টা করি আমার ছোট্ট মেয়েটিকে,
বারে বারে মনে হয় নাতনিকে কোলে নিয়ে
হয়ত দিতে তুমি একই শিক্ষা,
কিন্তু চলে গেলে এত আগে।
সমুদ্রের কাছাকাছি যখনই যাই,
মনে হয় সমুদ্রের মতো তোমার বিরাট মনের সন্ধান পাই,
কত যুদ্ধজাহাজ ভাসে সমুদ্রের বুকে,
ইচ্ছে করে মাথা রাখি বাবার বুকে,
কিন্তু তুমি কেন চলে গেলে এত আগে?