সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ০৩:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ০৩:০১ পিএম
উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম-কে ঘিরে এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সঙ্গীত–আয়োজন ‘মেইন স্টেজ শো ২০২৫’ নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক. নিশ্চিত করেছে যে, কনসার্টটি পূর্বনির্ধারিত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পূর্বাচলের চায়না–বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (সিবিএফইসি)-এ।
দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যুর ভেতর এবং বাহিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ–প্রস্থান নিয়ন্ত্রণ, পার্কিং ও চলাচল–সংক্রান্ত প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের মতে, এই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের ফলে দর্শকরা একটি সুশৃঙ্খল, আরামদায়ক ও নির্বিঘ্ন অভিজ্ঞতা পাবেন।
অনুষ্ঠানটি আয়োজন করছে মেইন স্টেজ ইনক., এবং সহআয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন স্পিরিটস অব জুলাই।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ। এই অর্থ জুলাই আন্দোলনের শহীদ ও আহত ফাইটারদের পরিবারকে দীর্ঘমেয়াদে সহায়তার লক্ষ্যে ব্যয় করা হবে। আয়োজকেরা নিশ্চিত করেছেন জাতীয় এই মানবিক উদ্যোগকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) দর্শকদের জন্য বিশেষ ফ্রি পিক অ্যান্ড ড্রপ শাটল সার্ভিস দিবে।
শাটল সার্ভিসের আওতায় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে পিকআপ পয়েন্ট কুড়িল বাস স্ট্যান্ড থেকে ভেন্যু অভিমুখে বাস ছাড়বে। পিকআপ পয়েন্টে টিকিট যাচাই করে দর্শকদের শাটলে উঠানো হবে। কনসার্ট শেষে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ভেন্যু থেকে আবার কুড়িল বাস স্ট্যান্ডে দর্শকদের ফিরিয়ে আনতে ফ্রি ড্রপ–অফ সার্ভিস পরিচালিত হবে। পিকআপ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে কুড়িল বিআরটিসি বাস কাউন্টার। এই বিশেষ পরিবহন সুবিধাটি মূলত তাঁদের জন্য, যাদের নিজস্ব গাড়ি নেই; তবে ব্যক্তিগত গাড়িতে বাইকে বা উবার ও অন্যান্য রাইড শেয়ারিং এপের মাধ্যমে আগত দর্শনার্থীরা স্বাভাবিকভাবেই ভেন্যুতে পৌঁছাতে পারবেন।
আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, কনসার্টের ভেন্যু–সংক্রান্ত পূর্বের সকল জটিলতার অবসান ঘটেছে। নির্ধারিত সময়ে এবং পূর্বঘোষিত স্থানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দর্শকদের নিরাপত্তা, প্রবেশ–প্রস্থান এবং সামগ্রিক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম এই কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন। এ ছাড়া দেশীয় ব্যান্ড নেমেসিস, সংগীত পরিচালক ও শিল্পী ফুয়াদসহ আরও শীর্ষস্থানীয় শিল্পীরা মঞ্চে পারফর্ম করবেন। আয়োজকদের মতে, অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত তথ্যের জন্য:
Main Stage Inc: https://www.facebook.com/MainStageIncBd
Spirits of July: https://www.facebook.com/profile.php?id=61569272172713
আরও পড়ুন
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
- হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটকের আবেদন
- নুসরাত ফারিয়া গ্রেফতার