1. »
  2. আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৪৪০

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪১ এএম | আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১১:০৭ এএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৪৪০

ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ থাকা কমপক্ষে ৪০০ মানুষের সন্ধান করছে। ভয়াবহ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টির কারণে সপ্তাহ খানেক আগে যে বন্যা ও ভূমিধ্বস হয়েছে তার নীচে এদের অনেকে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে।

সরকার জানিয়েছে, সুমাত্রা দ্বীপে মৃতের সংখ্যা ৪৪০ ছাড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানো হচ্ছে কিন্তু কিছু গ্রামে এখনো কিছুই পৌঁছায়নি। ফলে বেঁচে থাকার জন্য খাবার ও পানি চুরির অভিযোগ উঠছে।

মৌসুমি বৃষ্টিপাত ও ঝড়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো অঞ্চলে প্রায় নয়শ মানুষের মৃত্যু হয়েছে বিপর্যস্ত এলাকাগুলোতে।

ঘূর্ণিঝড় সেনয়ার নামের একটি অস্বাভাবিক ও অনেকটা বিরল উষ্ণমন্ডলীয় ঝড়ের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বস ও বন্যা সৃষ্টি হয়েছে। এতে বহু ঘরবাড়ি ভেসে গেছে ও হাজার হাজার ভবন পানিতে ডুবে গেছে।

আচেহ্, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় বহু মানুষ নিখোঁজ বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

"তাপানুলি ও সিবলগার মতো বিচ্ছিন্ন হয়ে শহরের দিকে পূর্ণ মনোযোগ দেয়া দরকার," বলছিলেন সংস্থাটির প্রধান সুহারইয়ানতো। এএফপিকে তিনি জানিয়েছেন যে সিবলগায় সোমবারের মধ্যেই জাহাজ পৌঁছানোর কথা।

বিদেশি কিছু সহায়তাও দেশটিতে পৌঁছেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আচেহ অঞ্চলে চিকিৎসা সহায়তা পাঠিয়েছে মালয়েশিয়া।

সূত্র : বিবিসি