চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১১:৪৭ এএম | আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১১:৪৭ এএম
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে স্থানীয়রা।
আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নেয়।
এতে করে করে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা ৬ লেনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা বলেন, এই মহাসড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
প্রায় প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে—সংবাদপত্র খুললেই তার প্রমাণ মেলে। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে ব্লকেড কর্মসূচি পালন করছি।
প্রসঙ্গত, এর আগে একই দাবিতে গত ৬ এপ্রিল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এরপর ১১ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। তবে এতদিনেও বাস্তব কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন
- কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত
- শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
- পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন, গৃহহীন শত শত মানুষ
- ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
- ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত!
- তারেক রহমানের জন্মদিনে 'রক্তস্পন্দনের' বৃদ্ধাশ্রমে চিকিৎসা সহায়তা প্রদান
- ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে ৩ জনের মৃত্যু, আহত শতাধিক
- হাসিনার রায় ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার