যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ০২:২৭ পিএম | আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ০২:২৭ পিএম
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
এর আগে, চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ড. খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এ ছাড়া গত কয়েক মাসে ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি।
আরও পড়ুন
- আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, করছেন সুস্থতার প্রার্থনা
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খাচ্ছেন তরল খাবার
- পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সংখ্যা লাখের কাছাকাছি
- বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই চলবে : ডা. জাহিদ
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
- ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া
- তফসিল ঘোষণার আগে ফের আইনসৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক