ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ০১:১৪ পিএম | আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ০১:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিন।
আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মক ভোটিং’ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।
‘মক ভোটিং’ প্রসঙ্গে সিইসি জানান, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এ উদ্যোগ। গত ১৫ বছরে অনেকেই ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখেনি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং করা হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন
- আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, করছেন সুস্থতার প্রার্থনা
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খাচ্ছেন তরল খাবার
- পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সংখ্যা লাখের কাছাকাছি
- বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই চলবে : ডা. জাহিদ
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
- ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া
- তফসিল ঘোষণার আগে ফের আইনসৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক