ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ০২:৪১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ০২:৪১ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন ডা. জাহিদ।
এর আগে, বেগম খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।
সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন বেগম খালেদা জিয়া। পরে স্বাস্থ্যবিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন ওই সময় বলেন, বেশকিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
আরও পড়ুন
- আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, করছেন সুস্থতার প্রার্থনা
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খাচ্ছেন তরল খাবার
- পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সংখ্যা লাখের কাছাকাছি
- বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই চলবে : ডা. জাহিদ
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
- তফসিল ঘোষণার আগে ফের আইনসৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক