ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত!
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ১২:৪৯ পিএম | আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ১২:৪৯ পিএম
ঢাকা ও আশপাশের অঞ্চলে ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে। মাত্র দুই দিনের ব্যবধানে চারবার কেঁপে উঠেছে রাজধানী ও এর আশপাশ এলাকা। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটির ঢাকা।
গত শুক্রবার (২১ নভেম্বর) একটি ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়।
গতকালের তিনটি ভূমিকম্পকে আফটারশক হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন—এগুলো আরও বড় ভূমিকম্পের ইঙ্গিতও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমে বলেন, “বড় ভূমিকম্পের পর এক-দুই সপ্তাহ ধরে আফটারশক হতে পারে। শনিবার তিনটি ভূমিকম্প হলো—সবগুলোই মৃদু। এগুলো আফটারশক।”
তিনি আরও বলেন, “শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটিকে ফোরশকও ধরা যেতে পারে। যদি সামনে আরও বড় ভূমিকম্প আসে, তাহলে ৫.৭-কে ছোট ধরা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, “একদিনে তিনটি ভূমিকম্প হওয়া প্রত্যাশিত, কারণ বড় ধাক্কার পর এ ধরনের আফটারশক হয়। কিন্তু এটাই প্রমাণ করে যে জমে থাকা শক্তি বেরিয়ে আসছে। সামনে আরও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের এখনই প্রস্তুত হতে হবে।”
গতকাল প্রথম ভূমিকম্প অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩; উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।
সন্ধ্যায় ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প, যার মাত্রা ৩.৭। উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা।
মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে তৃতীয় ভূমিকম্প, যার মাত্রা ৪.৩; উৎপত্তিস্থল নরসিংদী।
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে অনুভূত হয় তীব্র ভূমিকম্প। এর উৎপত্তিও ছিল নরসিংদী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকশ।
ক্রমাগত কাঁপনে উদ্বেগে রাজধানীর বাসিন্দারা। বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুন
- কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
- পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন, গৃহহীন শত শত মানুষ
- ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
- তারেক রহমানের জন্মদিনে 'রক্তস্পন্দনের' বৃদ্ধাশ্রমে চিকিৎসা সহায়তা প্রদান
- ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে ৩ জনের মৃত্যু, আহত শতাধিক
- হাসিনার রায় ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার