সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ০২:০৮ পিএম | আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ০২:০৮ পিএম
বাংলাদেশ ব্যাংক তাদের সব শাখায় সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি, ক্ষতিগ্রস্ত নোট বদল এবং অটোমেটেড চালান-সংক্রান্ত সেবা প্রদান বন্ধ করেছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর শাখায় ২০ নভেম্বর থেকে আর এসব সেবা পাওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই সিদ্ধান্তের কারণ হলো বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণকে এসব সেবা দেয় না।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক 'কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)' হিসেবে বিবেচিত হওয়ায় এই সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ দশক ধরে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসসহ দেশের বিভিন্ন শাখায় মানুষ এসব সেবা নিয়ে আসছিল। তবে এখন থেকে এসব সেবা সম্পূর্ণভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত হবে।
আরও পড়ুন
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না: ব্যবসায়ীদের অভিমত
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
- ফের কমল সোনার দাম
- রেকর্ড বৃদ্ধির পর এবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর