২৬৫ রানেই থামল আয়ারল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ভালো শুরু বাংলাদেশ
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ০৩:৫৮ পিএম | আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ০৩:৫৮ পিএম
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড থেমেছে ২৬৫ রানে। বাংলাদেশ ৪৭৬ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নামে আইরিশরা। আজ তারা তৃতীয় দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছে বাংলাদেশ।
প্রতিবেনন লেখা পর্যন্ত শুরুর জুটিতে ২৬ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশের ব্যাটাররা। দুজন ওপেনারই নিজেদের পঞ্চাশ রান অতিক্রম করেছে।
এর আগে গতকাল দ্বিতীয় দিনের শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়লেও লরকান টাকারের ৭৫ ও স্টিফেন ডহেনির ৪৬ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ে ফেরে সফরকারীরা। শেষদিকে জর্ডান নিলও খেলেন ৪৯ রানের ইনিংসে। শেষ পর্যন্ত দলটি থামে ২৬৫ রানে। ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছেন নাজমুল শান্তরা।
বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনে অল আউট হয় ৪৭৬ রানে। এরপর ব্যাট করতে নেমে দ্রুতই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। আজ তৃতীয় দিনে খেলতে নেমে দলের হাল ধরেন টাকার ও ডহেনি। এ দুজন মিলে ৮১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
এদিকে দিনের খেলা শুরুর পর আজ ভূমিকম্পের কারণে ম্যাচ বন্ধ ছিল কয়েক মিনিট। খেলা আবার শুরু হলে আঘাত হানেন তাইজুল। ডহেনিকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনও তাইজুলের বলেই বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন।
তবে টাকার আজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। নিলকে নিয়েও তিনি গড়েন ৭৪ রানের লড়াকু জুটি। ১ রানের জন্য ফিফটি পাননি নিল। ইবাদতের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে শেষ পর্যন্ত টাকারের ৭৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে আইরিশরা করতে পারে ২৬৫ রান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল, ২ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
এদিকে ২১১ রানে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৬ রান।
আরও পড়ুন
- মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামলো বাংলাদেশ
- ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
- ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ
- দ্বিতীয় দিনের ১৪ বলেই অলআউট আয়ারল্যান্ড, ভালো শুরু বাংলাদেশের
- বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
- দুই ম্যাচ সমনে রেখে ঢাকা পৌঁছেছেন হামজা চৌধুরী
- পদত্যাগ করছেন সালাহউদ্দিন