1. »
  2. আন্তর্জাতিক

দুর্ঘটনার কবলে ওমরাহযাত্রী বহনকারী বাস, ৪২ ভারতীয় নিহত

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ০৬:৪২ পিএম | আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ০৬:৪২ পিএম

দুর্ঘটনার কবলে ওমরাহযাত্রী বহনকারী বাস, ৪২ ভারতীয় নিহত

মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক বলে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রিপোর্টে বলা হয়, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। ভারতীয় সময় রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। 

খালিজ টাইমস জানায়, বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকার। দলটি মক্কায় উমরাহ আনুষ্ঠানিকতা শেষ করে মদিনার দিকে যাচ্ছিল।

গালফ নিউজের রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বের হওয়ার প্রায় কোনও সুযোগই পাননি। রিপোর্টে বলা হয়, কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু নিহতদের মধ্যে রয়েছেন। 

উদ্ধারকর্মীরা বলেছেন, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, মোহাম্মদ আব্দুল শোয়েব নামের একজন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।

তিনি হাসপাতালে আছেন। তবে তার অবস্থা জানা যায়নি। তেলেঙ্গানা রাজ্য সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়া দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় তেলেঙ্গানার কতজন নিহত হয়েছেন, তার বিস্তারিত সংগ্রহে রেসিডেন্ট কমিশনারকে দায়িত্ব দেয়া হয়েছে এবং রাজ্য সচিবালয়ে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। নিহতদের পরিবারের সহায়তার জন্য ভারত সরকার হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে। নম্বর দুটি হলো +৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪ এবং +৯১ ৯৯১২৯১৯৫৪৫। 

জেদ্দায় ভারতীয় দূতাবাসও ২৪/৭ কন্ট্রোল রুম চালু করেছে এবং একটি টোল-ফ্রি নম্বর প্রকাশ করেছে। তা হলো ৮০০২৪৪০০০৩। হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বাসে ৪২ জন উমরাহযাত্রী ছিলেন।

জানান, তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা তথ্য সংগ্রহ করছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, হায়দরাবাদের দুটি এজেন্সি আল-মীনা হজ অ্যান্ড উমরাহ ট্রাভেলস-এর মাধ্যমে যাত্রা করা প্রায় ১৬ জন যাত্রীও ওই ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন। ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্সে বলেন, রিয়াদের ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও পরিবারের পাশে রয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।