রাজধানীতে জনসম্মুখে গুলি করে হত্যা, দুই শ্যুটারসহ গ্রেপ্তার ৫
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ০১:৩৮ পিএম | আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ০১:৩৮ পিএম
রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত দু’টি পিস্তল উদ্ধার এবং দুই শ্যুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার দু’জন হলেন শ্যুটার রুবেল ও ইব্রাহিম। তারা দু’জনই পেশাদার শ্যুটার হিসেবে কাজ করেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাদের কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।’
এর আগে, সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা করা হয়।
স্বজনরা জানান, পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা মামুনকে গুলি করে হত্যা করে। দু’বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফারুক জানান, দুপুর ১২টার পর গুলিবিদ্ধ মামুনকে মৃত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
- ঢাকা ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঢাকা লকডাউন’ কর্মসূচিতে গণপরিবহন চলবে : মালিক সমিতি
- রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় বিজিবি মোতায়েন
- রাজধানীতে ফের ৩ বাসে আগুন
- ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু
- কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চালকের মৃত্যু
- পুরান ঢাকায় একজনকে গুলি করে হত্যা