1. »
  2. আইন আদালত

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের আসন সংখ্যা ৪টিই থাকবে: হাইকোর্ট

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ০৫:০২ পিএম | আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ০৫:০২ পিএম

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের আসন সংখ্যা ৪টিই থাকবে: হাইকোর্ট

বাগেরহাট জেলায় সংসদীয় আসনে চারটি পরিবর্তে তিনটি করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে সেই সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছেন, বাগেরহাটের আসন সংখ্যা চারটিই থাকবে। এক্ষেত্রে গাজীপুরের আসন সংখ্যা ছয়টি নয়, আগরে মতো পাঁচটিই থাকবে বলে রায় দিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। দীর্ঘ সময় ধরে এই কাঠামো বজায় ছিল। তখনকার সীমানা ছিল: বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

সম্প্রতি প্রকাশিত ইসির চূড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

ভোটারের হার হিসেবে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বাগেরহাটে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উচ্চ আদালতের রায় বাগেরহাটবাসীর পক্ষেই গেল।