1. »
  2. সমগ্র দেশ

চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলি-হত্যা, আটক ২

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ০৪:৪২ পিএম | আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ০৪:৪২ পিএম

চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলি-হত্যা, আটক ২

চট্টগ্রামে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযানের পর চান্দগাঁওয়ের আজীমপুর থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনই হত্যা মামলার আসামি।

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।