একদিনে ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ০৪:৫৭ পিএম | আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ০৪:৫৭ পিএম
মশাবাহিত ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৬৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৩০২ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৪ হাজার ৯৯২ জনে।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সময়মতো চিকিৎসা না নেওয়ায় ডেঙ্গুতে বাড়ছে প্রাণহানি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ৫২৯ জন।
আরও পড়ুন
- ডেঙ্গুতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৪
- ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সেই মায়ের লাশ মিলল ডিএনএ পরীক্ষায়
- জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
- গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৯
- সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত
- বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত রোগীর মৃত্যু
- এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি