1. »
  2. খেলার মাঠ

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১১:২৯ এএম | আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১১:২৯ এএম

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজই হতে যাচ্ছে তার শেষ ‘আস্যাইনমেন্ট’। 

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত রয়েছে।

ধারণা করা হচ্ছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পরই জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন তিনি। সালাহউদ্দিন গত বছর নভেম্বর মাসে পুনরায় বিসিবির কোচিং সেটআপে যোগ দেন। তিনি বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

প্রায় ২০ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১০-২০১১ সালে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল-৩ কোচিং স্বীকৃতিপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন।