প্রাথমিকে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিলে সরকারের ব্যাখ্যা
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ১১:২৫ এএম | আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ০২:৩৩ পিএম
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি থেকে সরে এসেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে সরকার এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।
এতে বলা হয়, প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, সারাদেশের দু’ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেয়া হবে। তবে সচিব কমিটির মতে, এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোনো কার্যকর সুফল পাওয়া যাবে না, বরং এতে বৈষম্য তৈরি হবে।
বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়িত হলে একই শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হতো। এতে নিয়মিত শ্রেণিকাজ পরিচালনা করা সম্ভব নয় বলে কমিটি মত দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ভবিষ্যতে অর্থের সংস্থান তৈরি হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ সৃজন এবং সে অনুযায়ী নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সূত্র : বাসস
আরও পড়ুন
- নিবন্ধন পাচ্ছে নতুন তিন দল
- নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছে ৪৮ হাজারের অধিক পুলিশ : সদর দপ্তর
- জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
- গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চায় সরকার
- জেলে থাকা আসামি ও নির্বাচনে কর্তব্যরতদের ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে : সিইসি
- আগামী নির্বাচনের পরে একুশে বইমেলা
- আগামী বছর জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা : ধর্ম উপদেষ্টা
- হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় জাতিযমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ ঘোষণা