খুলনায় বিএনপির অফিসে বোমা হামলা-গুলি বর্ষণ, শিক্ষক নিহত
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১১:৪৬ এএম | আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১১:৪৬ এএম
খুলনার আড়ংঘাটায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়।
গতকাল রবিবার রাত ৯টার দিকে কুয়েট রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
আহতরা হলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫), বেল্লাল খান (৫৫) ও মিজানুর রহমান (৫৮)। এর মধ্যে মামুন ও বেল্লাল খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তার অফিসে বসে ছিলেন। এসময় সাবেক শিক্ষক ইমদাদুল হকসহ কয়েকজন মাহফিলের সহযোগিতার জন্য ওই অফিসে ইউপি সদস্য মামুন শেখের কাছে যায়। রাত ৯টার দিকে মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে অফিস লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে। এ ঘটনায় ইমদাদুল হক, ইউপি সদস্য মামুন শেখ, কাঠ মিস্ত্রি বেল্লাল খান ও মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার গণমাধ্যমে বলেন, রবিবার রাত ৯ টার দিকে সন্ত্রাসীরা মামুনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।’
আরও পড়ুন
- বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
- ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, জামায়াতকে মির্জা ফখরুল
- জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের : বিএনপি
- ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল
- এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই : আমীর খসরু
- গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা চলছে : মির্জা ফখরুল
- ‘অবাধ সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে’ : তারেক রহমান