গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ০১:০১ পিএম | আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ০১:০১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, শনিবার দিনগত রাত ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি নিয়ে যাচ্ছিলেন তারা। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা গ্রামের একটি পুকুরে লাফ দেয়। সেখান থেকে তুলে গ্রামবাসী তাদের পিটুনি দিলে ঘটনাস্থলে দুজন মারা যান।
তিনি বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
ওসি বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- পাবনায় পানিতে চুবিয়ে ৮ কুকুরছানা হত্যা, গ্রেপ্তার ১
- কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
- পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন, গৃহহীন শত শত মানুষ
- ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
- ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত!
- তারেক রহমানের জন্মদিনে 'রক্তস্পন্দনের' বৃদ্ধাশ্রমে চিকিৎসা সহায়তা প্রদান