1. »
  2. সমগ্র দেশ

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১২:০৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১২:০৪ পিএম

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ থাকলেও বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, বুধবার রাতে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের উড়ালপথে কিছুটা কম্পন অনুভূত হয়—যেখানে গত ২৬ অক্টোবর বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এক পথচারী মারা গিয়েছিলেন। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রুটি শনাক্ত ও সমাধান হলে ট্রেন আবারও উত্তরার উদ্দেশে যাত্রা শুরু করে।

মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্পের উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধান করা হয়েছে। এখন মেট্রোরেলের সব রুটেই চলাচল স্বাভাবিক।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী আবুল কালাম নিহত হন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়।

পরে বিকেলে ধাপে ধাপে রেল চলাচল আংশিকভাবে চালু হয়—প্রথমে উত্তরা থেকে আগারগাঁও, পরে সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত। পরদিন (২৭ অক্টোবর) সকালে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়, যদিও ফার্মগেট এলাকায় তিন দিন ধরে সতর্কতার অংশ হিসেবে ট্রেনের গতি কিছুটা কমিয়ে চালানো হয়।