মেট্রোস্টেশনে প্রবেশ করে ভ্রমণ না করলেও দিতে হবে ১০০ টাকা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ১১:১৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ১১:১৬ এএম
ভ্রমণের উদ্দেশ্যে ছাড়া কেউ মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে তার ‘র্যাপিড পাস’ থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এখন থেকে যাত্রা না করেই কনকোর্স এলাকায় প্রবেশ করা যাবে না। কেউ যদি র্যাপিড পাস স্ক্যান করে প্রবেশ করেন, তবে সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
একজন মেট্রোরেল কর্মকর্তা জানান, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি একই স্টেশন থেকে প্রবেশ করে পুনরায় একই স্টেশন দিয়েই বেরিয়ে আসেন, অর্থাৎ ট্রেনে না ওঠেন, তাহলে তার র্যাপিড পাস থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে।
ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ম ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
এর আগে যাত্রা না করেও যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থান করার সুযোগ ছিল, এবং সে ক্ষেত্রে কোনো অর্থ কাটা হতো না।
আরও পড়ুন
- ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
- পশ্চিম তীর দখলে বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব
- সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
- বেশির ভাগ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে : জরিপ
- নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের কোনো চাপে নতি স্বীকার না করার নির্দেশ
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- ৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ