রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন : মির্জা ফখরুল
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ০৬:৪৫ পিএম | আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ০৬:৪৫ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ মাসিক ম্যাগাজিনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ্-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরে প্রধান অতিথি বিএনপি মহাসচিব শিক্ষার্থীদের হাতে তুলে দেন ক্রেস্ট ও সনদপত্র।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে, দেশটাকে আবার সুন্দর করবার গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেকে চলে যাচ্ছেন। চারদিকে দেখছি, যে একটা অনৈক্যের সুর। তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।’
কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে শুনিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছো, নতুন পৃথিবীতে পা দিচ্ছে-সেই পৃথিবী তোমাদের ডাকছে। যে কথাটা ড. সুবর খান বলেছেন যে, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে। পৃথিবী প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে তুমি টিকতে না পারো তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছাতে হবে। তারপরে তোমাকে তৈরি হতে হবে।’
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, জমিরুল আকতার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেন, সদস্য সচিব কাজী শওকত হোসেনসহ কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন
- কুমিল্লার দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা
- মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিদের সাক্ষাৎ
- চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেলো বিএনপি
- ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতা সজীবের উঠান বৈঠক
- জুলাই সনদ সই করা, না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত : ডা. জাহিদ
- ১৫ বছর ভোটাধিকারের জন্য লড়াই করেছি : মির্জা ফখরুল
- বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে : তারেক রহমান