1. »
  2. রাজনীতি

চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেলো বিএনপি

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ০৩:৫৪ পিএম | আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ০৩:৫৪ পিএম

চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেলো বিএনপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। তাদের সেই অনুমতিতে সাড়া দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন। তারা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে দুটি বুলেটপ্রুফ প্রাইভেট কার ও দুটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমোদন পেয়েছে দলটি। এ ছাড়াও বিএনপি দলীয়ভাবে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও আবেদন করেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আবেদনটি এখনও বিবেচনাধীন রয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার নির্বাচনি সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। চলতি অক্টোবরের শুরুতে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। 

তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, ওই যানবাহন আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও জাপান থেকে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি আনা হবে।