মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘন্টা, আজ থেকে কার্যকর
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৩৭ এএম | আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৩৭ এএম

যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ রবিবার থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
এদিন সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
সকাল সাড়ে ৬ টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে। যা এতদিন ছাড়তো সকাল ৭ টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বেলা ৩টার বদলে আড়াইটায়।
প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।
আরও পড়ুন
- '৩১ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, নির্বাচন ফেব্রুয়ারিতেই'
- শিক্ষক বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি
- জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
- "জুলাই সনদ" বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক : বেগম খালেদা জিয়া
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটু দেরিতে শুরু হতে পারে: প্রস সচিব
- নিরাপত্তার চাদরে ঢাকা সংসদ ভবন চত্বর
- দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
- জুলাই সনদ সই হবে আজ