1. »
  2. জাতীয়

শিক্ষক বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৩৬ এএম | আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৩৬ এএম

শিক্ষক বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পূর্বের বাড়িভাড়ার সঙ্গে ৫০০ টাবা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

আজ রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সম্মতি দিয়েছে।

এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হয়েছে।

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। 

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়ার জন্য ১৫০০ টাকা করে দেয়া হতো।