‘এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই’
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ০৪:৪৬ পিএম | আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ০৪:৫১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো দল যদি নিবন্ধন পায় আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে পারে, বাড়াতে পারে। তবে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।
এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- রোমের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহসানুল হক
- দেশজুড়ে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত
- মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম
- শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
- স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
- যানজটে আটকা পড়ায় মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছেছেন উপদেষ্টা