টানা ছুটিতে বিশেষ ট্রেন চালু, চলবে ৪ অক্টোবর পর্যন্ত
বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:১১ এএম | আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:১১ এএম

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সমন্বয়ে এবার মিলেছে টানা চার দিনের ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে ভ্রমণপিপাসু মানুষের যাত্রা সহজ ও আরামদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ‘বিশেষ ট্রেন’।
এই বিশেষ ট্রেন চলবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন ছেড়ে গেছে। উভয় ট্রেন নির্ধারিত রুটে প্রতিদিন চলবে ছুটির শেষ দিন পর্যন্ত।
প্রতিটি ট্রেনে থাকছে ১৮টি কোচ। দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের জন্য। পাশাপাশি এসব ট্রেনে থাকবে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজার সময় কক্সবাজারগামী যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। যাত্রীসেবার মান ঠিক রাখতে ও অতিরিক্ত চাপ সামলাতে আমরা বিশেষ ট্রেনের উদ্যোগ নিয়েছি।”
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান,“যাত্রীদের ভোগান্তি কমাতে ১৮টি কোচসহ বিশেষ ট্রেন চালু করা হয়েছে। প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ট্রেনটি এরপর নিয়মিত ঢাকা-কক্সবাজার রুটে চলবে।”
আরও পড়ুন
- ‘সেফ এক্সিটের তালিকা করলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম’ : মাসুদ কামাল
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যুতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
- গাজীপুরে ডাম্পট্রাক চাপায় সড়কে ঝরল তিন প্রাণ
- “সবার আগে বাংলাদেশ” স্লোগানে রক্তস্পন্দন ওয়েবপেজের উদ্বোধন
- খাগড়াছড়িতে সেই মারমা শিক্ষার্থীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড
- আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা
- অবশেষে খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত