চাঁদাবাজির মামলা সমন্বয়ক রাব্বিসহ ৪ আসামি রিমান্ডে
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৪ পিএম
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ ছাড়া অপর আসামি শাহিন হোসেনকে প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।
রিমান্ডে যাওয়া অন্যরা হলেন— আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ।
এর আগে গত রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির করতে যান তারা। এ সময় ওই ক্লিনিকটির মালিক সেনাবাহিনীকে ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
গত ১৯ মে রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা।
৯৯৯-এ কল করে পরিস্থিতি জানিয়ে অভিযোগ করলে পুলিশ এসে বৈষম্যবিরোধী আন্দোলন মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বিসহ কয়েকজনকে আটক করে।
এ ঘটনার পরদিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী নেতা হান্নান মাসুদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। সে সময় রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম জানিয়েছিলেন, ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে মুচলেকা দিয়েছেন। তাই ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১