সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৮ পিএম
নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত, দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আমরা নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে আত্মবিশ্বাসী।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক এক সভায় যোগ দিয়ে আইজিপি বলেন, লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানা জনের কাছে গেছে বলে ধারণা তার।
আইজিপি জানান, মানবতাবিরোধী কর্মকাণ্ডে এখন পর্যন্ত ২১ জন পুলিশ অফিসার গ্রেপ্তার হয়েছে। আর বাকী যেসব পুলিশ অফিসার দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে। আমরা এ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
আইজিপি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন
- ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারীতেই নির্বাচন : ইসি
- স্বৈরাচার হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে আ'লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৯
- নির্বাচন বানচাল করতে একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- শাপলা নয় ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
- এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার করার প্রস্তাব
- নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব