রংপুরে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৩ পিএম | আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৩ পিএম
রংপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট থানার দমদমা ব্রিজের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপের চালকের সহকারী আরিফ (২০), যাত্রী শাহিনা (২৮) এবং শিশু ওয়ালিদ ওরফে স্বাধীন (১)। গুরুতর আহত পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ ভ্যান মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। ট্রাক ও পিকআপ জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে যানবাহন সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১