শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ
রাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৬ পিএম | আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর ‘হামলার’ প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে একদিন পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুবেরী ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপ-উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদের এবং জড়িতদের শাস্তির দাবি আগামীকাল একদিন পূর্ণদিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করা হবে।’
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই কর্মসূচির আওতায় থাকবেন বলেও জানান অধ্যাপক আব্দুল আলিম।
এরআগে দুপুরে দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে জুবেরী ভবনের দিকে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পিছু পিছু অগ্রসর হন।
জুবেরী ভবনের বারান্দায় এলে এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেন। এসময় হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে উপ-উপাচার্য ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।
আরও পড়ুন
- আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- ৪৭তম বিসএস প্রিলিমিনারি পরিক্ষার ফলাফল প্রকাশ
- মাদরাসা শিক্ষায় আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিভাগ
- নীলক্ষেতে ছাপানো হয় ডাকসুর ব্যালট পেপার, সংখ্যা নিয়ে গড়মিল
- জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা
- রাবিতে পোষ্য কোটা ইস্যুতে প্রো ভিসির উপর শিবিরের হামলা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি : ভিপি পদপ্রার্থী আবিদুল