1. »
  2. সমগ্র দেশ

ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশয়ন (ডেজা) এর আলোচনা ও সাধারণ সভা

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫৫ পিএম | আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫৫ পিএম

ডুয়েট  এক্স  জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশয়ন (ডেজা) এর আলোচনা  ও সাধারণ  সভা

ডুয়েট  এক্স  জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশয়ন(ডেজা) এর আলোচনা  ও সাধারণ  সভার প্রস্তুতি কমিটির  আহবায়ক  ইঞ্জিনিয়ার  আব্দুস  সালাম খান এর সভাপতিত্বে ঢাকার  লায়ন্স ক্লাব অডিটরিয়াম এ অনুষ্ঠিত  হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি জনাব হারুনুর রশীদ।বিশেষ  অতিথি  হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডুয়েটের ফাউন্ডার ভিপি আব্দুর রব খান।জাতীয়তাবাদী ছাত্রদল ডুয়েট  শাখার ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম আলী আকবর, ডুয়েট  ছাত্রদলের সাবেক  আহবায়ক নুরুল ইসলাম নুরু, ডুয়েট অ্যালামনাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি মকবুল হোসেন (মুকুল), জাতীয়তাবাদের ছাত্রদল ডুয়েট শাখার সাবেক প্রেসিডেন্ট ও প্রিয় ছাত্র সংসদের জিএস, লায়ন্স ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল,নবগঠিত এ‍্যাব এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহজাহান আলী নবগঠিত এ‍্যাব এর সদস্য ইঞ্জিনিয়ার আলিমুল বাহার রিপন।

সভায় উপস্থিত ছিলেন আনিসুর রহমান আনিস,সাবেক সভাপতি ডুয়েট কেন্দ্রীয় ছাত্রদল।
 
আরো উপস্থিত ছিলেন ডুয়েট শাখার ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং  AEB এর সিনিয়র নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসাহ ব্যঞ্জক। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন মিলন, ডেজার ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন সকলকে ঐক্যবদ্ধভাবে অনুরোধ জানান। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোস্তফা,প্রকৌশলী আবু মুহাম্মদ সাজ্জাদ,  প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া, নির্বাহী প্রকৌশলী এলজিইডি ঢাকা জেলা,  প্রকৌশলী মো: আমানুল ইসলাম আমান,প্রকৌশলী বিজু বড়ুয়া,  প্রকৌশলী মোঃ ফজলুর রহমান প্রকৌশলী মোঃ আবু সাঈদ,ইঞ্জিনিয়ার মন্নুর আহমেদ,প্রকৌশলে আমিনুল ইসলাম রিমন, প্রকৌশলী সৈয়দ কামারুল ইসলাম রিয়াজ,প্রকৌশলী মোঃ লিয়াকত আলী,  প্রকৌশলী আইনুল হক জেমস্,প্রকৌশলী মোঃ ফরিদুল্লাহ মিলন,  প্রকৌশলী আনোয়ার সাদাত সাজু, প্রকৌশলী রাশেদুল ইসলাম শিপলু,  ইঞ্জিনিয়ার আতিকুর রহমান,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক এক্স ভিপি,জিএস, এজিএস মুজিবুর রহমান (কাজল) এবং প্রকৌশলী মো: আবু হাসানাত উজ্জ্বল সাধারণ সম্পাদক ছাত্রদল ডুয়েট শাখা।