জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০২:০৩ পিএম | আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০২:০৩ পিএম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি না করে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা দেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি কখনও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।
পুলিশের সব কাজ জনস্বার্থে ও আইন দ্বারা পরিচালিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের আমি বলছি, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। অতএব, এখন যার কাছে যে তেল আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার চেষ্টা করবেন।
আরও পড়ুন
- ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন : প্রেস সচিব
- আসন্ন দুর্গাপূজা ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে সরকার
- ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
- ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী
- প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দীন উমর মারা গেছেন
- যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরো ৩০ বাংলাদেশি
- জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ
- কার্যক্রম স্থগিত থাকলে সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না : ইসি