1. »
  2. সমগ্র দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম এখন সুস্থতার পথে

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ০৩:০৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ০৩:০৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম এখন সুস্থতার পথে

২০২৩ সালের অক্টোবরে আড়াইহাজারে পুলিশের নির্মম নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) দীর্ঘ চিকিৎসার পর অবশেষে বাড়ি ফেরার অপেক্ষায়। গুরুতর ফিমার ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ।

কার্ডিয়াক জটিলতার কারণে তাঁর অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও নিটোর-এর পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন—
“জাতীয়তাবাদী শক্তির রাজপথের প্রতিটি আহত যোদ্ধার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ত্যাগী কর্মীদের আত্মদান ও আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ স্বৈরশাসনমুক্তির সংগ্রামে বিজয়ের পথে।