ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও প্রায়াত নেতাদের কবর জিয়ারতে লায়ন হারুন
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ০১:৫৫ পিএম | আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ০১:৫৫ পিএম

৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এলকায় গনসংযোগ ও প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের কবর জিয়ারত করে ফরিদগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।।
২৬ আগস্ট ২০২৫,মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে মূলপাড়ায় চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলমগীর হায়দার খানের কবর জিয়ারতের মাধ্যমে দিনভভর ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এলকায় গনসংযোগ, পথসভা ও প্রয়াত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত, এবং দলের নীতি নির্ধারকদের সালাম তৃণমূলে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ আসনে ২০০৮ সালে নির্বাচিত সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।
বালিথুবা পশ্চিম ইউনিয়নের দাশপাড়ায় একটি পথসভায় তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন এযাবৎ কালের সবচেয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে আর বিএনপি’র যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপিত হয়েছে তা বাস্তবায়নের লক্ষে নির্দেশিত হয়ে আমরা জনাব তারেক রহমানের বার্তা তৃণমুলে পৌছে দিচ্ছি।
পর্যায়ক্রমে তিঁনি ইসলামপুর শাহসুফি সাহেবের মাজার জিয়ারত, ইসলামপুর মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা আবু সাদেক মিয়াজি এর কবর জিয়ারত দেইচর আবুল খায়ের ভেন্ডারের কবর জিয়ারত, খাঁড়খাদিয়া ইদ্রিস তপাদারের কবর জিয়ারত, সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম জাফরুল্লাহ চৌধুরী এর কবর জিয়ারত, পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়ার পীরে কামেল মাওলানা ইউনুছ (রহঃ) এর কবর জিয়ারত, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম, ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা ইউছুফ জমাদার, মাষ্টার রুহুল আমিন ও সাবেক সেনা কর্মকর্তা মমিনুল হকের কবর জিয়ারত করেন।
পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল খায়ের রুবেল (ভিপি রুবেল) এর বাড়িতে দুপুরের খাবার খান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর’র রুহের মাগফেরাত কামনা করে লায়ন মোঃ হারুনুর রশিদ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এসময়, স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে
আরও পড়ুন
- ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে, এর বিকল্প নেই : মির্জা ফখরুল
- জামালপুরে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং সহায়তা করবে 'আমরা বিএনপি পরিবার'
- নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত: ডা. জাহিদ
- ডাকসু নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি গঠন ছাত্রদলের
- ফজলুর রহমানকে বিএনপির শোকজ
- ডুয়েটে ডেজা'র মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন প্রত্যাখান
- নারী কেলেঙ্কারী : দুই মাস পরে ফের এনসিপিতে ফিরল তুষার
- ফরিদগঞ্জে বিএনপির পথসভা ও গণসংযোগ: লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে জনস্রোত