ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ০৫:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ০৫:২৭ পিএম

প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, যা সম্পন্ন হয়েছে। তবে আজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) প্রস্তাবিত ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের ফলাফল https://dcuadmission.org সাইট থেকে জানা যাবে।
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে Subject choice এবং College choice কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। এই আসনগুলোর বিপরীতে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজে কেবল ছাত্র ও ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হবে। অন্য চার কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর থাকতে হবে।
আরও পড়ুন
- ডাকসু নির্বাচন স্থগিত
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি, নারী কোটা বাতিল
- বুয়েটের সব পরীক্ষা স্থগিত
- ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
- ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
- ডাকসু নির্বাচন : ভোটকেন্দ্রে থাকবে সেনাবাহিনীসহ ৩ স্তরের নিরাপত্তা
- ডাকসুতে আজ থেকে প্রচার-প্রচারণা শুরু
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি