1. »
  2. রাজনীতি

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত: ডা. জাহিদ

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ০৫:৫৭ পিএম | আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ০৫:৫৯ পিএম

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত: ডা. জাহিদ

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৩ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা নিয়ে কোনো পদক্ষেপ নেই। 

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি। 

এ সময় সংস্কার কমিশন সব খাতেই কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন কেন গঠন করেনি এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ভালো চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দায়বদ্ধতার অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। 

তিনি জানান, দেশের প্রত্যেকটি অঞ্চলে ইমার্জেন্সি হেলথ কেয়ার সেবা চালু হলে রোগীর চিকিৎসায় সহায়তা হবে। পাশাপাশি অতীতের ভুল নিয়ে আপসোস না করে, সঠিকভাবে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।