1. »
  2. রাজনীতি

ডুয়েটে ডেজা'র মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন প্রত্যাখান

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ০১:১৬ পিএম | আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ০২:১২ পিএম

ডুয়েটে ডেজা'র মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন প্রত্যাখান

ডুয়েটে জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসয়িসেন (জেডা)'র  ময়োদোর্ত্তীণ নতুন কমিটি প্রত্যাখান করছেনে ডুয়েট শাখার সাবকে সভাপতসিহ নেতৃবৃন্দ।  

সভায় উপস্থতি ছলিনে, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে শাখার প্রায় সকল সাবকে সভাপত,ি সহসভাপত,ি সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্পাদক, নর্বিাচতি ভপি,ি জএিস, এজএিস সহ অনকে গুরুত্বর্পূণ নতেৃবৃন্দ উপস্থতি ছলিনে। 

সাবকে নতেৃবৃন্দরে দাব-ি প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসয়িসেন (ডজো)-তে শত শত  সাবকে সনিয়ির ছাত্রনতো রয়ছেে বগিত ২০১১ থকেে ২০২২ সাল র্পযন্ত একটি পক্ষরে চক্রান্তে একই কমটিি বহাল থাক।ে ২০২২ সালে ৩ সদস্য বশিষ্টি কমটিি গঠনরে পর, অসংখ্যবার র্পূণাঙ্গ  কমটিি গঠন করার লক্ষ্যে সভা আহ্বান করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করার তাগদি  ও অনুরোধ জানানো সত্ত্বওে কোন র্কাযকর পদক্ষপে গ্রহণ না করে একটি চক্ররে তনি সদস‍্য দয়িে ২০২৫ সাল র্পযন্ত র্কাযত ডজোকে অচল করে রাখা হয়। উক্ত ময়োদোর্ত্তীণ কমটিি বাতলি করে গণতান্ত্রকিভাবে একটি গতশিীল কমটিরি দাবতিে ২০২৫ সালে সাবকে ছাত্রদল নতোরা দাবি উত্থাপন করতে থাকনে।

ময়োদোর্ত্তীণ হওয়া সত্ত্বওে ক্ষমতা কুক্ষগিত করে  রাখায় তীব্র  অসন্তোষ, ক্ষোভ, অভ‍্যন্তরনি কোন্দল এবং বভিক্তি সৃষ্টি হয়, এমনকি ডজোর গ্রুপ ত‍্যাগ করার ঘটনাও ঘট।ে 

দখলকারীরা ক্ষমতার দাম্ভকিতা  প্রর্দশন করে হুমকি ধামকি দয়ি,ে এমনকি অনকেকে  লাঞ্ছতি করওে প্রতবিাদী কণ্ঠ স্তব্ধ করতে বর্‍্যথ হয়। তারা ছাত্রদলরে সাবকে নতেৃবৃন্দরে মধ্যে প্রায় নব্বই শতাংশকে অন্ধকারে রখেে কোন সভা ও নর্বিাচক  কমটিি গঠন না করে অতীব  গোপনে শহীদ প্রসেডিন্টে  জয়িাউর রহমানরে গণতান্ত্রকি প্রক্রয়িা  ও বএিনপরি  ভারপ্রাপ্ত চয়োরম্যান তারকে রহমানরে দকিনর্দিশেনা অগ্রাহ্য করে স্বরৈাচারী কায়দায় ব‍্যক্তি ও গোষ্ঠী র্স্বাথে ডজো-র একটি পকটে কমটিি প্রকাশ কর।ে এ‍্যাব ও আইইব-িতে পদ-পদবি প্রাপ্তি ও বানজি‍্যরে লোভে ডুয়টে  তথা ডজো-র নতেৃত্ব  ধ্বংস ও ক্ষতগ্রিস্ত করার গভীর ষড়যন্ত্ররে  বহঃিপ্রকাশ এই গভীর রাতরে স্বঘোষতি ও স্ব-স্বাক্ষরতি পকটে কমটি।ি মাত্র তনি জন পদলোভী ব‍্যক্তি নজিদেরে র্স্বাথ চরতর্িাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরষিদ এর নতোদরে  অর্ন্তভুক্ত করে এবং দলরে ত‍্যাগী নতোদরে অবমূল্যায়ন কর,ে যোগাযোগ  ও সম্মতি ব‍্যতরিকেে নজিদেরে  পছন্দ ও ইচ্ছা মতো শতাধকি নতোর নাম যুক্ত  করে এই বর্তিকতি  ও অগ্রহণযোগ্য  র্পূণাঙ্গ কমটিি প্রাথমকি র্পযায়ে বগিত ১৮.০৮.২০২৫ তারখি গভীর রাতে ডজো-র হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ কর।ে পরর্বতীতে বভ্রিান্তরি মাধ‍্যমে সংগঠনরে ভ্রাতৃপ্রতমি অন্যান্য ইউনটিরে কাছে গ্রহণযোগ্যতা  প্রাপ্তরি লক্ষ্যে  অসত‍্য তথ‍্য সংযোজন করার অপকৌশল করে  বভিন্নি  সামাজকি, ইলকেট্রনকি  ও প্রন্টি মডিয়িাতে প্রচার  ও প্রকাশ করার ব্যবস্থা কর।ে উদ্ভূত পরস্থিতিতিে ডুয়টে- এর বৃহত্তর র্স্বাথে ভবষ্যিতে করণীয় নর্ধিারণ করতে আলোচনার জন‍্য গত ২০ আগস্ট ২০২৫ তারখিে "প্রন্সি বাজার গ্র‍্যান্ড চাইনজি  রস্টেুরন্টে)"- এ ডুয়টে -এর ফাউন্ডার ভপি,ি সাবকে ছাত্রদল নতো ইঞ্জনিয়িার  আব্দুর  রব খানরে সভাপতত্বিে ডুয়টে ছাত্রদলরে  সাবকে  সভাপত,ি সহসভাপত,ি সাধারণ  সম্পাদক, ভপি,ি জএিস সহ  অন্যান্য সনিয়ির  নতোদরে  এক জরুরি সভা  অনুষ্ঠতি  হয়। উক্ত সভায় সাবকে ছাত্রদল নতেৃবৃন্দ  তাদরে অগোচরে সর্ম্পূণ অগণতান্ত্রকিভাবে ব্যক্তবিশিষেরে খয়োলখুশি মতো ঘোষতি কমটিরি তথাকথতি সভাপতি ও সাধারণ সম্পাদকরে স্বাক্ষরইে পকটে কমটিি ঘোষণায় তীব্র নন্দিা  ও ক্ষোভ প্রকাশ কর।ে নতেৃবৃন্দ র্সবসম্মতক্রিমে এই স্বঘোষতি  কমটিি প্রত‍্যাখান কর,ে খুব শীঘ্রই ডুয়টেরে জাতীয়তাবাদী ছাত্রদলরে  প্রাক্তন সকল নতোর্কমীদরে উপস্থতিতিে সাধারণ  সভা আহ্বান করে যথাযথ প্রক্রয়িা  ও পদ্ধতি  অনুসরণ করে একটি আহ্বায়ক কমটিি গঠন করার সদ্ধিান্ত  গৃহীত হয়।

এ সময় উপস্থতি ছলিনে- প্রকৌশলী আব্দুর রব খান, ফাউন্ডার ভপি,ি ডুয়টে, সাবকে সভাপত,ি বাংলাদশে কারগিরি শক্ষিক পরষিদ, প্রকৌশলী আব্দুস সালাম খান, ফাউন্ডার জএিস, ডুয়টে এবং সাবকে সহ সভাপত,ি এ্যাব, প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ, সাবকে সনিয়ির ছাত্রদল নতো, ডুয়টে ছাত্রদল, প্রকৌশলী মকবুল আহমদে, সাবকে সনিয়ির নতো, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে এবং সাবকে সাধারণ সম্পাদক, ততিাস গ্যাস ইঞ্জনিয়র্িাস  , প্রকৌশলী এস এম আলী আকবর,প্রতষ্ঠিাতা আহ্বায়ক, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম নুরু, আহবায়ক জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী জাকরি হোসাইন, সাবকে সনিয়ির নতো, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে , প্রকৌশলী মো: গোলাম মোস্তফা, সাবকে সনিয়ির নতো, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী মোঃ আনসিুর রহমান, সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী মজিানুর রহমান মন্টিু, সাবকে ভপিি ও এজএিস, ডুয়টে কন্দ্রেীয় ছাত্র সংসদ এবং সহসভাপত,ি বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে,  প্রকৌশলী মোঃ মজবিুর রহমান কাজল, সাবকে ভপি,ি জএিস, এজএিস, ডুয়টে কন্দ্রেীয় ছাত্র সংসদ এবং সহসভাপত,ি বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়,ে   প্রকৌশলী বনেজরি আহমদে, সাবকে সনিয়ির নতো, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী মো: মোস্তফা কামাল, সাবকে এজএিস কন্দ্রেীয় ছাত্র সংসদ ডুয়টে, সাধারণ সম্পাদক বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী আবু মোঃ সাজ্জাদ বাবু, সাবকে জএিস, ডুয়টে কন্দ্রেীয় ছাত্র সংসদ,  প্রকৌশলী সাজ্জাদ হোসনে মলিন, সাবকে সভাপত,ি বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী মোঃ আমানুল ইসলাম আমান, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল ডুয়টে, প্রকৌশলী বজিু বড়ুয়া, সাবকে সাধারণ সম্পাদক, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী আবু হাসানাত উজ্জ্বল, সাবকে সাধারণ সম্পাদক, বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী সযৈ়দ কামারুল ইসলাম রযি়াজ, সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল ডুয়টে,  প্রকৌশলী মো. ফজলার রহমান সভাপতি ছাত্রদল, কে এন আই হল, ডুয়টে, প্রকৌশলী মন্নুর আহমদে, সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে, প্রকৌশলী মো. আইনুল  হক জমেস, যুগ্ম সম্পাদক ছাত্রদল, কে এন আই হল, ডুয়টে, প্রকৌশলী আমনিুল ইসলাম রমিন সভাপতি ছাত্রদল এফ আর খান হল, ডুয়টে, প্রকৌশলী রাশদেুল ইসলাম শপিলু, সাবকে সভাপত,ি বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়টে।