ফরিদগঞ্জে চাচার হাতে নিহত বাবু'র পরিবারের পাশে তারেক রহমান
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ০৬:১৫ পিএম | আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ০৬:১৬ পিএম
ফরিদগঞ্জে চাচার হাতে ভাতিজা খুনের হৃদয় বিদারক ঘটনায় হত্যাকাণ্ডের শিকার বাহার হোসেন বাবু'র পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।
আজ রোববার (১৬ আগষ্ট ২০২৫) নিহতের পরিবারের খোঁজ নেন এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
হত্যাকান্ডের শিকার বাহার হোসেন বাবুর ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আরমান হোসেনের চিকিৎসার জন্য তার বাবা রওশন আলীর হাতে নগদ ৫০ হাজার টাকা, স্ত্রীকে নগদ ১০ হাজার, মা ও বাচ্চার হাতে নগদ ৭ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তী সময়েও ভিকটিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
লায়ন মোঃ হারুনুর রশিদ ভিকটিম এর পরিবারে সদস্যদের কাছে জনাব তারেক রহমান এর সালাম পৌঁছে দেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চান।
ঘটনাটি গত ১১ আগষ্ট ২০২৫ইং তারিখে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও,গাজি বাড়িতে ঘটেছিল।
এসময়ে এলাকার হাজার হাজার সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত : জাহেদ উর রহমান
- দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- নারী ও শিশু কল্যাণে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা