ডাকসু নির্বাচন : আজ থেকে মনোনয়নপত্র নিতে পারবেন প্রার্থীরা
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১২:১৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১২:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে এই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়নপত্র সংগ্রহ করে ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর মনোনয়নপত্র ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে দাখিল করতে হবে।
এতে আরো বলা হয়, একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে। ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না। প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার হলেন ৩৯ হাজার ৭৭৫ জন। ভোটার তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। মোট ভোটারের ৪৭.৫২ শতাংশ ছাত্রী আর ৫২.৪৮ শতাংশ ছাত্র।
উল্লেখ্য, গত ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় ভোটার ছিল ৩৯ হাজার ৯৩২ জন। এ ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
আরও পড়ুন
- ঢাবি সিনেটে নিয়োগ পেলেন পাঁচ শিক্ষাবিদ অধ্যাপক
- এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- পাঁচ মাস পর কুয়েটের ক্লাস শুরু আজ
- মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সুরভি’তে শোকসভা অনুষ্ঠিত
- নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে
- মাইলস্টোন দুর্ঘটনার পর স্থগিত আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা
- গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- বিলুপ্ত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ