মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত পাইলটের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ০৫:৫২ পিএম | আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ০৫:৫৫ পিএম

বাংলাদেশ বিমান বাহিনী’র প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম-এর মর্মান্তিক মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন— বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ৪টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকির- এর পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা।
শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের প্রতি— সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন— শহীদ তৌকির-এর শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম-সহ পরিবারের অন্যান্য সদস্যগণ।
এদিকে, বিএনপি মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন— দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
আরও পড়ুন
- যাদের জনসমর্থন নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বলে গলা ফাটাচ্ছেন : লায়ন হারুনুর রশিদ
- ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে, এর বিকল্প নেই : মির্জা ফখরুল
- ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও প্রায়াত নেতাদের কবর জিয়ারতে লায়ন হারুন
- জামালপুরে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং সহায়তা করবে 'আমরা বিএনপি পরিবার'
- নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত: ডা. জাহিদ
- ডাকসু নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি গঠন ছাত্রদলের
- ফজলুর রহমানকে বিএনপির শোকজ
- ডুয়েটে ডেজা'র মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন প্রত্যাখান