নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ০৪:১৩ পিএম | আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ০৪:১৩ পিএম

সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে।
নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোনো দায়দায়িত্ব না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গয়েশ্বর বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
আরও পড়ুন
- যাদের জনসমর্থন নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বলে গলা ফাটাচ্ছেন : লায়ন হারুনুর রশিদ
- ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে, এর বিকল্প নেই : মির্জা ফখরুল
- ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও প্রায়াত নেতাদের কবর জিয়ারতে লায়ন হারুন
- জামালপুরে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং সহায়তা করবে 'আমরা বিএনপি পরিবার'
- নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত: ডা. জাহিদ
- ডাকসু নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি গঠন ছাত্রদলের
- ফজলুর রহমানকে বিএনপির শোকজ
- ডুয়েটে ডেজা'র মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন প্রত্যাখান