সেনা পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ০৬:২৪ পিএম | আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ০৬:২৪ পিএম
সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিকাল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়েছেন তারা।
এনসিপি নেতাকর্মীদের বহনকারী ১৫ থেকে ১৬টি গাড়ির বহর বের হওয়ার সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি নিরাপত্তা দিতে দেখা যায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা গাড়ি বহরে রয়েছেন। দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশে হামলা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।
সেখানে অবস্থানের সময় এক ফেসবুক পোস্টে মূখ্য সংগঠক সারজিস আলম লিখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে”। সারজিস তার ফেসবুক পোস্টে মানুষকে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়ে লিখেন “সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন”।
এর কিছু সময় পর এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে সরিয়ে নিতে দেখা যায়।
সমাবেশে হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থানে। জেলা কারাগারে ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে। সকাল থেকে বিভিন্ন সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা করা হয়। পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- আগামী বছর জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা : ধর্ম উপদেষ্টা
- হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় জাতিযমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ ঘোষণা
- ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল, ফেব্রুয়ারীতেই নির্বাচন : ইসি
- স্বৈরাচার হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে আ'লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৯
- নির্বাচন বানচাল করতে একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- শাপলা নয় ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
- এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার করার প্রস্তাব