কারা হেফাজতে নিহত নেতার মেয়ে জিপিএ-৫ পাওয়ায় তারেক রহমানের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ০৯:৩২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ০৯:৩২ পিএম
মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপি’র ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
পরীক্ষায় এমন ভালো ফলাফলের সংবাদ শোনামাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান নির্দেশে দেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দিতে।
অতঃপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা এনজেল রাইসা’র পুরানো ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি।
প্রতিনিধি দলটি তারেক রহমান-এর পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য করেন।
এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
আরও পড়ুন
- জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত : জাহেদ উর রহমান
- দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- নারী ও শিশু কল্যাণে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা