‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’
সোমবার, ৭ জুলাই, ২০২৫ ০৪:৪২ পিএম | আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ০৪:৪২ পিএম

রাজস্ব আদায়ে ইতিবাচক ধারার পাশাপাশি অভ্যন্তরীণ সংকট নিরসনে কড়া বার্তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টম হাউজ পরিদর্শনকালে কাস্টমস সেবা সহজ করতে নতুন সফটওয়্যার কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দুটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার কার্যক্রম উদ্বোধন করেন।
চেয়ারম্যানবিরোধী আন্দোলন ও কর্মকর্তাদের বরখাস্তের ঘটনায় চলমান উত্তাপ কমাতে সম্প্রীতির বার্তা দিলেও সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একদিকে রাজস্ব আদায়ে সন্তোষ, অন্যদিকে অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানোর বার্তা— এই দুই নিয়েই আজ সরব ছিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, কাস্টমসের কার্যক্রম নিয়ে কারও কোনো অভিযোগ নেই এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।
এর মধ্যে প্রবাসীদের জন্য ব্যাগেজ রুল সহজ করার সফটওয়্যার এবং বিআর চালান ও ডিএম সফ্টওয়্যার অন্যতম। চেয়ারম্যান জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই সব ধরনের লেনদেন এ-চালানের আওতায় চলে আসবে।
চেয়ারম্যানবিরোধী আন্দোলন ও কয়েকজন কর্মকর্তার বরখাস্তের ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল এনবিআর। সেই প্রেক্ষাপটে আজ তিনি সম্প্রীতির বার্তা দিয়ে কর্মকর্তাদের আশ্বস্ত করলেও শৃঙ্খলার প্রশ্নে দেন কঠোর হুঁশিয়ারি। তিনি বলেন, আন্দোলন কয়েক হাজার করলেও চাকরি গেছে মাত্র ৫ জনের, তাই যারা মন দিয়ে কাজ করবেন তাদের ভয় পাওয়ার কিছু নেই।
একদিকে প্রযুক্তির ব্যবহারে রাজস্ব আদায় বৃদ্ধি ও সেবা সহজ করা, অন্যদিকে অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে এনে কর্মকর্তাদের মধ্যে আস্থা তৈরি করা— এই দ্বিমুখী কৌশল নিয়েই এগিয়ে যেতে চাইছেন এনবিআর চেয়ারম্যান।
কাস্টমস ডিওটি পেমেন্টগুলো অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে জানিয়ে তিনি বলেন, এতে পণ্য খালাসের জটিলতা কমবে। আর সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে। যা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে।
আরও পড়ুন
- বাড়লো স্বর্ণের দাম
- ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন থাকতে হবে ৩০০ কোটি
- ভারত থেকে আমদানির পর খুচরা বাজারে দাম কমলো পেঁয়াজর
- লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
- জুলাই মাসে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার
- কমলো এলপি গ্যাসের দাম
- একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা
- বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার