গুলিবিদ্ধ ইমরানের অপারেশনসহ চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ০৪:১৭ পিএম | আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ০৪:১৭ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত নরসিংদী বেলাবো উপজেলার মো: ইমরান হোসেনের চিকিৎসা ও অপারেশনের সার্বিক দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় (০৪ জুলাই ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক যুগ্ম মহাসচিব ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন) এর উপস্থিতিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যায় একটি প্রতিনিধি দল।
এসময় নেতৃবৃন্দ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা: জুবাইদা রহমান- এর সহমর্মিতার বার্তা পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এম আর হাসান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কৃষিবিদ নাহিয়ান হোসেন, কৃষিবিদ মহতির অন্তর, কৃষিবিদ মিসবাউল আলম, কৃষিবিদ শোয়াইব হোসেন, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব, কৃষিবিদ মারুফ আহমেদ, কৃষিবিদ আল মোন্তাকিম নোমান, কৃষিবিদ তাকরিম তাসওয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের ডা: ফিরোজ আহমেদ, ডা: নাফিস বিন শামিম, ডা: নাফিস মাহমুদ, ডা: আজহারুল ইসলাম সহ অসংখ্য কৃষিবিদ ও ডাক্তার ছাত্র নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
- ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচনের আয়োজন করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের
- শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
- শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান
- ফরিদগঞ্জে বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু
- তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান
- দলের কেউ যেকোনো অনৈতিক বা অপরাধমূলক কাজে লিপ্ত থাকলে কঠোর ব্যবস্থা : রিজভী