যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান
শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ০৫:৪৮ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ০৬:১০ পিএম

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরাগচি জানান, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনই ওয়াশিংটন ইসরায়েলের ইরানে হামলাকে সমর্থন করে এবং পরে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব বিমান হামলা চালায়।
তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটল, তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং দখলদার জায়নবাদী শাসনকে হামলার সুযোগ করে দিল।
আরাগচি আরও বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই অভিজ্ঞতা ইরানের ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
তিনি বলেন, তবুও কূটনৈতিক পথ চালু আছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের দাবি আরাগচি নাকচ করে দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন পরোক্ষ আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো আয়োজন হয়নি। তাদের বক্তব্যে প্রচণ্ড বৈপরীত্য রয়েছে।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর