দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ হাজি
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:২৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:২৪ পিএম

হজপালন শেষে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৯৫ জন রয়েছেন।
আজ মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১২৪টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২০ হাজার ২০০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ১৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন হাজি দেশে ফিরেছেন।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।
আরও পড়ুন
- হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি
- হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
- সৌদি থেকে দেশে ফিরলেন ৫৬ হাজার ৭৪৮ হাজি
- হজ শেষে দেশে ফিরেছেন ২৬ হাজার ১০৯ জন, ৩২ হাজির মৃত্যু
- দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ হাজি
- ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
- হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় অবস্থান করছেন হাজিরা
- পবিত্র ঈদুল আজহা ৭ জুন