1. »
  2. আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১১:৩৮ এএম | আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১১:৩৯ এএম

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্র-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (২০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিলা, কক্সবাজার এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।