ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক বুধবার, ১৮ জুন, ২০২৫ ১১:৫৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১২:০৪ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার' এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের সহধর্মিণী, সুনামধন্য চিকিৎসক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে আজ বুধবার বিকেলে (১৮ জুন ২০২৫) এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, 'আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবুল বাশার, প্রফেসর রজ্জব আলী, ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব প্রোফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাব-এর সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, শেকৃবির ছাত্র পরামর্শ উপদেষ্টা প্রফেসর মোঃ আশাবুল হক, শেকৃবি, ইউট্যাব-এর সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জামশেদ আলম, প্রফেসর তারিক হোসাইন, প্রফেসর শফিউল্লাহ কিরণ, প্রফেসর আবদুল্লাহ হিল বাকি, প্রফেসর মোঃ জসীমউদ্দিন, প্রফেসর নুরু উদ্দীন, প্রফেসর মাহবুব ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, শেকৃবির রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম সুলতান, জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মনোয়ারুল ইসলাম এনাম, ডেপুটি রেজিস্ট্রার মোঃ মাহবুবুল আলম, কৃষিবিদ আক্তার হোসেন, কৃষিবিদ হরিকমল দাস দীপক, কৃষিবিদ ড. আক্কাছ আলী, অগ্রণী ব্যাংকের এজিএম ও জিয়া পরিষদের নেতা মোঃ মাহমুদুল হাসান মিলন এবং জসীমউদ্দিন।
এছাড়া আরও অংশ নেন, শেকৃবি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন সুইট, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব প্রমুখ।
এদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের সদস্য নাজমুল হাসান।
এছাড়া আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোস্তফা ই জামান সেলিম ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেনের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো পরিচালিত হয়েছে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী বৃক্ষরোপণ এই কর্মসূচির আয়োজন করে আমরা বিএনপি পরিবার।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত